শিক্ষা ২১ অক্টোবর, ২০২০ ১১:১৮

উন্নয়ন ফি প্রত্যাহারে ছাত্রলীগের স্বারকলিপি 

নিজস্ব প্রতিবেদক 

উন্নয়ন ফি প্রত্যাহারের আহ্বান জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ছাত্রলীগ। 

আজ বুধবার তাদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৈশ্বিক মহামারি করোনার কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ও এর ব্যতিক্রম নয়। দীর্ঘ এ ছুটিতে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আর্থিক, চিকিৎসাজনিত ও অনলাইন ক্লাস সংক্রান্ত সমস্যায় দিনাতিপাত করছে। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ, ইনস্টিটিউট, অনুষদে পৃথকভাবে সেমিস্টার ভিত্তিতে উন্নয়ন ফি গ্রহণ করা হয়। যা বিভিন্ন রকম পাঠ্য কার্যক্রম ও আনুষঙ্গিক খাতে ব্যয় করা হয়ে থাকে। বিদ্যামান এই বাস্তবতা ও শিক্ষার্থীদের চলমান সঙ্কটের জন্য চলতি শিক্ষাবর্ষে উন্নয়ন ফি গ্রহণ করা শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থী। পাশাপাশি মহামারি করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এ বছর উন্নয়ন ফি গ্রহণ কোনভাবেই যৌক্তিক না বলেও জানিয়েছেন তারা। 

স্মারকলিপিতে তাদের তিনটি আহ্বানের কথা তুলে ধরেছেন: ১.চলতি শিক্ষাবর্ষে উন্নয়ন ফি সম্পূর্ণ  প্রত্যাহার করা হোক ২.উন্নয়ন ফি গ্রহণ সংক্রান্ত পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করা ৩.নীতিমালা প্রণয়নের পূর্ব পর্যন্ত আগামী বছর থেকে উন্নয়ন ফি ৫০ শতাংশ কমিয়ে আনা।