সোশ্যাল মিডিয়া ৪ নভেম্বর, ২০২০ ১১:৫৮

নঈম নিজামের জন্মদিন আজ

নঈম নিজাম

নঈম নিজাম

নিজস্ব প্রতিবেদক

নঈম নিজাম। দেশে সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র। ডিজিটাল মিডিয়াকে যারা সফল করেছেন, তাদের একজন তিনি।

আশির দশকের শেষ এবং নব্বই দশকে নঈম নিজাম ছিলেন রাজনৈতিক প্রতিবেদক। কাজ করেছেন ‌‌আজকের কাগজ, ভোরের কাগজসহ কয়েকটি দৈনিকে। চালু করেন একটি সংবাদ সংস্থা। টিভি এবং প্রিন্ট উভয় গণমাধ্যমে তার সর্বোচ্চ সফলতা।

এটিএন বাংলার প্রতিষ্ঠাতা বার্তা সম্পাদকের দায়িত্ব পালনকাল করেন তিনি। বর্তমানে নঈম নিজাম বাংলাদেশের জনপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক। তাঁর নেতৃত্বে পত্রিকাটি দেশের সর্বাধিক প্রচারিত।

তিনি নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।  রেডিও ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনকে নেতৃত্ব দিচ্ছেন।

নঈম নিজামের জন্ম কুমিল্লায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তার স্ত্রী জাতীয় প্রেসক্লাবের প্রথম নির্বাচিত নারী সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। এ দম্পতির এক ছেলে মাহির আবরার এবং এক কণ্যা নুজহাত পূর্ণতা। আজকের জন্মদিনে আমরা তার দীঘায়ু কামনা করি।