সোশ্যাল মিডিয়া ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০২:৫০

সঙ্গী খুঁজে নিতে ফেসবুকের নতুন সেবা 'ডেটিং প্রোফাইল'

ডেস্ক রিপোর্ট।। 
এখন থেকে ফেসবুকেই নিজের পছন্দমত সঙ্গী খুঁজে নিতে পারবেন ব্যবহারকারীরা। নিজের সাথে মিলিয়ে সেই পছন্দের মানুষের সাথে চ্যাটিং, ডেটিং করার জন্য এখন থেকে ফেসবুকে খোলা যাবে ডেটিং প্রোফাইল।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে এ সেবার প্রথম উদ্বোধন করেছে ফেসবুক। তবে ১৮ বছরের বেশি বয়স্করাই এই সেবা উপভোগ করতে পারবেন।

ফেসবুক জানায়, ডেটিং প্রোফাইল অপশনের মাধ্যমে ব্যবহারকারী তার পছন্দের সাথে মিলিয়ে সঙ্গী খুঁজে পেতে পারেন সহজেই। এতে ডেটিং প্রোফাইল তৈরির সময় ব্যক্তির পছন্দ অপছন্দকেই প্রাধান্য দেয়া হবে। দেখা যাবে ফেসবুক ও ইন্টাগ্রামের স্টোরিগুলো। 

এসেবার নিরাপত্তা নিয়ে ফেসবুক বলেছে, এই সেবার মাধ্যমে ব্যবহারকারী শুধুমাত্র নিজেদের মধ্যে কথপোকথন চালিয়ে যেতে পারবেন তবে কোন ছবি, অর্থ বা লিংক প্রদান করতে পারবেন না। আর এ্যাকাউন্ট ব্লক বা রিপোর্ট করার সুবিধাও থাকছে এতে।

ফেসবুক কতৃপক্ষ জানায়, কথপোকথনের মাধ্যমে পরস্পরের প্রতি আগ্রহ হলে তারা মেসেজের মাধ্যমে ডেটিং এর তারিখ ও স্থান নির্ধারণ করতে পারবেন।

উল্লেখ্য, ২০১৮ সালের মে মাসে ফেসবুকের বার্ষিক ডেভেলপার সম্মেলন এফ–৮ আয়োজনে ডেটিং সেবার ঘোষণা দিয়েছিল ফেসবুক। এবার তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে ফেসবুক।