চাকুরীর খবর ১২ নভেম্বর, ২০২০ ০২:৪১

প্রকাশ হলো ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল

নিজস্ব প্রতিবেদক

১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টায় প্রকাশ করা হয়েছে। এতে ২২ হাজার ৩৯৮ জন উত্তীর্ণ হয়েছেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আকরাম হােসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

এতে গড় পাসের হার ১৪ দশমিক ৪৮ শতাংশ। স্কুল পর্যায়ে পাস করেছেন ১৭ হাজার ১৪০ জন, স্কুল- পর্যায়ে হাজার ২০৩ জন এবং কলেজ পর্যায়ে হাজার ৫৫ জন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় স্থান পরবর্তীতে ওয়েবসাইট এসএমএসের মাধ্যমে জানানো হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, এনটিআরসিএর ওয়েবসাইটে ফল জানা যাবে। ছাড়াও উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস করে ফল জানানো হবে।

ওয়েবসাইটে রোল নম্বর ইনপুট করে প্রার্থীরা ফল জানতে পারবেন। জন্য প্রার্থীদের পরীক্ষার ঘরে (Exam) ১৬ তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা সিলেক্ট করতে হবে।