চাকুরীর খবর ২৯ জানুয়ারি, ২০২৩ ০৪:২৯

সাড়ে ১০ লাখ টাকা বেতনে যুক্তরাজ্যভিত্তিক সংস্থায় বাংলাদেশে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক: যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ক্রিশ্চিয়ান এইড প্রতিষ্ঠানটি তাদের বাংলাদেশে চলমান প্রজেক্টে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : মিল সাপোর্ট অফিসার।

পদ সংখ্যা : ১।

আবেদন যোগ্যতা: সমাজবিজ্ঞান, অর্থনীতি, পরিসংখ্যান, বায়োস্ট্যাটিসটিকস বা ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় ৪ থেকে ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো মিল প্রোগ্রামে তিন থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 

এছাড়া যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: বিজ্ঞপ্তি অনুসারে চাকরির ধরন চুক্তিভিত্তিক। নিয়োগের কাজ করতে হবে কক্সবাজারে। 

বেতন ও সুযোগ সুবিধা : বছরে মোট বেতন ১০ লাখ ৫৬ হাজার ১৬২ টাকা। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম: আগ্রহীদের আবেদন করতে হবে  এই লিংক থেকে

আবেদনের শেষ সময়: ৩ ফেব্রুয়ারি ২০২৩।

আমাদেরকাগজ/এইচএম