চাকুরীর খবর ১১ এপ্রিল, ২০২৩ ০৫:২২

বিভিন্ন পদে ঢাকা মেইলে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক: অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইল ডটকম একাধিক বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৭ এপ্রিল, ২০২৩। 

পদের নাম: নিজস্ব প্রতিবেদক (শিক্ষা, সচিবালয়, ব্যাংক-বিমা বিট)।

পদ সংখ্যা: প্রতি বিটে একজন করে মোট ৩ জন।

আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক পাস হতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: বিনোদন ইনচার্জ।

পদ সংখ্যা: ১টি।

আবেদন যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে কমপক্ষে স্নাতক পাস হতে হবে। অনলাইন, প্রিন্ট বা ইলেক্ট্রনিক্স মিডিয়ায় বিনোদন বিটে ৭-৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তারকাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, দ্রুত সংবাদ সংগ্রহ ও দেশ-বিদেশের বিনোদন বিটের হালনাগাদ খবরাখবর সম্পর্কে আপডেট থাকতে হবে। নেতৃত্বের গুণাবলী থাকতে হবে ও চাপ সামলে কাজে আগ্রহী হতে হবে।

পদের নাম: সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ।

পদ সংখ্যা: ১টি।

আবেদন যোগ্যতা: স্নাতক পাস। সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহী প্রার্থীর কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: ভিডিও এডিটর।

পদ সংখ্যা: ১টি।

আবেদন যোগ্যতা: স্নাতক পাস। ভিডিও এডিটর হিসেবে যে কোনো সংবাদমাধ্যমে ১-২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ভিডিওগ্রাফি, এডিটিং এবং গ্রাফিক্সের কাজে পারদর্শী হতে হবে।।

পদের নাম: মাল্টিমিডিয়া ইনচার্জ।

পদ সংখ্যা: ১টি।

আবেদন যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস। তবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, দল পরিচালনা ও মাল্টিমিডিয়া প্লাটফর্ম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এছাড়া সোশ্যাল মিডিয়ার কপিরাইট পলিসি, কপিরাইট ক্লেইম ও স্ট্রাইক ইস্যু সংশ্লিষ্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে।

পদের নাম: ভয়েস আর্টিস্ট।

পদ সংখ্যা: ১টি।

আবেদন যোগ্যতা: স্নাতক পাস। ভয়েস আর্টিস্ট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন। সম্প্রচার উপযোগী সাবলীল কণ্ঠে নির্ভুলভাবে বাংলা বলার সক্ষমতা থাকতে হবে। চটপটে হতে হবে।

বেতন: পদ ও অভিজ্ঞতা অনুসারে আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে। 

অন্যান্য সুযোগ সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে বছরে দুইটি উৎসব ভাতা, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধা রয়েছে। 

আবেদনের নিয়ম : আগ্রহীদের ইমেইলে সিভি পাঠাতে হবে। তবে ইমেইলের সাবজেক্ট বক্সে অবশ্যই পদের নাম উল্লেখ করে দিতে হবে। ইমেইল পাঠাতে হবে hr@dhakamail.com এই ঠিকানায়।

আবেদনের সময়সীমা: ১৭ এপ্রিল, ২০২৩।

আমাদেরকাগজ/এইচএম