ডেস্ক রিপোর্ট ।।
বাংলাদেশের ডাক্তারদের চাকুরির জন্য ভুটানের স্বর্গদুয়ার খুলে গেল। বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকসহ মেডিকেল অফিসার নেওয়ার কাজ শুরু করেছে ভুটান।
এ পর্যায়ে আরও তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দিচ্ছে ভুটান। তারা পর্যায়ক্রমে প্রয়োজনীয় চিকিৎসক বাংলাদেশ থেকেই নেবেন।
রবিবার (২০ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ও ভুটান সরকারের মধ্যে স্বাক্ষরিত এমওইউ -এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে তিন বিশেষজ্ঞ চিকিৎসক ভুটানে নিয়োগ পাচ্ছেন এবং সহসাই কাজে যোগ দেবেন। তিনজন সাব-স্পেশালিস্টের পাশাপাশি একজন করে নিউনেটোলজিস্ট, গাইনি অনকোলজিস্ট ও ডেট্রো রেটিনা স্পেশালিস্ট নিয়োগ পাবেন।
চলতি বছরের এপ্রিলে ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং ঢাকায় সফরকালে স্বাস্থ্যখাতসহ ৫টি বিষয়ে সমঝোতা স্মারকে সই হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং এ চুক্তি সই করেন।
আবেদনের প্রক্রিয়া ও শেষ তারিখ:
আগ্রহী প্রার্থীরা আগামী ১১ নভেম্বরের মধ্যে www.dghs.gov.bd ওয়েবসাইটে দেওয়া লিংক অনুসারে আবেদন করতে হবে।
বেতন-ভাতা:
নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের মাসিক বেতন হবে ৫ হাজার মার্কিন ডলার। বাড়ি ভাড়া বাবদ সাড়ে ৭ হাজার স্থানীয় মুদ্রা নুলট্রাম পাবেন বাংলাদেশি চিকিৎসকরা। সবমিলিয়ে বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ৪ লাখ টাকা।
শর্তাবলী:
১) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ সরকারের/বিএমডিসি কর্তৃক স্বীকৃত কোন মেডিকেল কলেজ/প্রতিষ্ঠান হতে এমবিবিএস ডিগ্রী পাশধারী হতে হবে।
২) সুনির্দিষ্টভাবে সংশ্লিষ্ট বিষয়ে বিএমডিসির স্বীকৃত স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।
৩) এমবিবিএস এবং স্নাতকোত্তর ডিগ্রীর বিএমডিসি এর রেজিষ্ট্রেশন সনদ হালনাগাদ থাকতে হবে।
৪) যে কোন সরকারি, স্বীকৃত আধা-সরকারি বা বেসরকারি কলেজ/হাসপাতাল/প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে নুন্যতম ২-৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৫) ইমারজেন্সি ডিউটি এবং নিয়োগকর্তার চাহিদা মোতাবেক ভুটানের যে কোন শহরে/স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
৬) চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং সন্তোষজনক চাকুরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে।
৭) প্রার্থীর নিজস্ব ব্যয় ব্যাতীত পরিবারের ব্যয় ভুটান সরকার বহন করবে না।
৮) অবেদনকারীর ডিগ্রী, প্রশিক্ষণ, অভিজ্ঞতা, প্রকাশনা ইত্যাদির ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকা প্রণয়ন করা হবে।