আইন ও আদালত ৪ জুলাই, ২০২৩ ০৩:১৯

ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। 

এর আগে সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে মঙ্গলবার গণমাধ্যমকে জানান, ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম। তিনি বলেন, সোমবার সন্ধ্যায় ধানমন্ডির ১৫ নম্বর এলাকার ৩/এ নম্বরের একটি ভবনের ছাদে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার ভুক্তভোগী ওই ছাত্রী নিজে থানায় এসে অভিযোগ করেছেন। আমরা তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠাই।

ওসি পারভেজ বলেন, ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর দাবি অনুযায়ী, আজই (সোমবার) তাদের পরিচয়। এরপর মেয়েটিকে অভিযুক্ত ছেলেটি একটি ভবনের ছাদে নিয়ে ধর্ষণ করেন। তথ্য পাওয়ার পরে সিসিটিভি ফুটেজ দেখে মনে হয়েছে তাদের পূর্ব পরিচয় ছিল। তারা সাধারণভাবেই ওই ভবনে প্রবেশ করেছে।


পারভেজ ইসলাম বলেন, মেয়েটির বাসা মোহাম্মদপুর এলাকায়। তিনি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। আমরা তার পরিবারের মাধ্যমে জানতে পেরেছি গতকাল তিনি রাগ করে বাসা থেকে বের হয়ে আসেন। তার বাবা থানায় একটি মামলা দায়ের করছেন। তবে ভুক্তভোগী অভিযুক্ত ছেলেটির নামটি বলছেন না।

আমাদেরকাগজ/এমটি