আইন ও আদালত ১৬ জানুয়ারি, ২০২৪ ০৮:৫৯

কারাজীবন নিয়ে আইনজীবীকে যা বললেন মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক দশ বছর আগে রাজধানীর মিরপুর থানার নাশকতার অভিযোগে করা দুই মামলায় মঙ্গলবার আদালতে হাজিরা দিয়েছেন। 

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) এসব মামলায় হাজিরা দিতে তাকে গাজীপুরের কাসিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়।

এদিন আদালতের হাজতখানা থেকে প্রিজনভ্যানে ওঠানোর পথে তার আইনজীবী আব্দুল সালামকে মামুনুল হক বলেন, আমি শারীরিকভাবে অনেক অসুস্থ। ঘন ঘন আদালতে আসতে কষ্ট হয়। কারাজীবন অনেক কষ্টের। সম্ভব হলে একই তারিখে একাধিক মামলার হাজিরার ব্যবস্থা করুন।

অ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, ২০১৩ সালে রাজধানীর মিরপুর থানায় নাশকতার দুই মামলায় তিনি হাজিরা দিয়েছেন। এর মধ্যে এক মামলায় ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৫ এ অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু এদিন এ মামলার অন্য আসামিরা আদালতে না আসায় অভিযোগ গঠন পিছিয়ে ৩০ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।

আরেক মামলায় বিশেষ ট্রাইব্যুনাল-১১ তে সাক্ষীর জন্য ধার্য ছিল। তবে এদিন কোনো সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে নতুন দিন ধার্য করেছেন আদালত। 

বেলা ১২টার পর মামুনুল হককে আদালতের হাজতখানা থেকে প্রিজন ভ্যানে ওঠানোর সময় তিনি এসব কথা বলেন জানান আইনজীবীকে।

আমাদেরকাগজ / এইচকে