ডেস্ক রিপোর্ট ।।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নিউইয়র্কে রয়েছেন। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন।
শুক্রবার বিকালে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগের শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। তখন বিএনপির ব্যানার থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা হামলা চালায় বলে আওয়ামী লীগ নেতাদের অভিযোগ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ হাসিনার সমর্থনে আওয়ামী লীগে নেতা-কর্মীরা স্লোগান দিচ্ছিলেন, অন্যদিকে তার বিরোধিতায় স্লোগান দিচ্ছিলেন বিএনপির নেতা-কর্মীরা। শেখ হাসিনাকে কটূক্তি করে বিএনপির সমাবেশ থেকে স্লোগান উঠলে তার প্রতিবাদ জানান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তখন কথা কাটাকাটির এক পর্যায়ে বিএনপির সমাবেশের একদল চড়াও হয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপর।
এ ঘটনায় যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা জাহিদ হাসান এবং ঢাকার মিরপুর-১৪ আসনের সাবেক সাংসদ সাবিনা আক্তার তুহিনসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা কর্মী আহত হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দীকুর রহমান বলেন, “বিএনপির ব্যানারে থাকা ছাত্রশিবিরের কর্মীরা ইট ছোড়ে। এতে আওয়ামী লীগের দুজন আহত হন।
পরে ঘটনা স্থলে পৌঁছে নিউ ইয়র্ক পুলিশ বিএনপি দুজনকে আটক করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষে ব্যাপক উত্তেজনা কাজ করছে। জাহিদ দীর্ঘদিন ছাত্র রাজনীতির সাথে যুক্ত থাকায় তার কর্মী ও শুভকাঙ্খিরা তীব্র প্রতিবাদ ও অবস্থান সুসংহত করেছে। আহত জাহিদ হাসান বর্তমানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছে।