প্রবাসের কথা ৮ নভেম্বর, ২০১৯ ১০:১৯

এক সপ্তাহে সৌদি থেকে ফেরত এসেছেন ৯৩০ প্রবাসী

ডেস্ক রিপোর্ট ।।

সৌদি আরব থেকে আরও ১১৩ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। ফলে গত এক সপ্তাহে প্রায় ৯৩০ জন সৌদি প্রবাসী দেশে ফেরত আসলেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইনসের একটি বিমানে এই ১১৩ জন দেশে ফেরেন।

বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী, এ নিয়ে নভেম্বর মাসের প্রথম সাত দিনে মোট ৯৩০ জন ফিরলেন। এর মধ্যে ৫৩৪ বাংলাদেশিকে বিমানবন্দরে প্রবাসীকল্যাণ ডেস্কের জরুরি সহায়তা দিয়েছে ব্র্যাক।

বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১০ মাসে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২০ হাজার ৬৯২ বাংলাদেশি।

এ বিষয়ে দেশে ফেরত আসা প্রবাসী কুষ্টিয়ার কামাল হোসেন জানান, সাত লাখ টাকা খরচ করে দেড় বছর আগে সৌদি আরব গিয়েছিলেন তিনি। একটি দোকানে কাজ করতেন নিয়মিত। কাজ থেকে রুমে ফেরার সময় পুলিশ গ্রেপ্তার করলে কামাল ফোন দেন কফিলকে (নিয়োগ কর্তা)। কিন্তু কফিল কোনো দায়িত্ব নেননি। ফলে তাকে ফিরতে হলো দেশে।

এছাড়াও বাবুল, জহির, রেজাউলসহ কয়েকজন যে কোম্পানিতে কাজ করতেন, সে কোম্পানির পোশাক পরে ফিরেছেন খালি পায়ে শূন্য হাতে। তারা জানান, যে কোম্পানিতে কাজ করতেন, সেখান থেকে কাজ শেষে ফেরার সময় রাস্তা থেকে পুলিশ ধরে তাদের। বৈধ আকামা থাকা সত্ত্বেও তাদের দেশে পাঠিয়ে দেয়।

ব্র্যাক অভিবাসন কর্মসূচির তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত প্রায় ২১ হাজার বাংলাদেশিকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে।