ডেস্ক রিপোর্ট ।।
সৌদি আরবে নির্যাতনের শিকার বাংলাদেশি গৃহকর্মী সুমি আক্তার (২৬) অবশেষে দেশে ফিরছেন। আগামী শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সোয়া ৭টায় এয়ার আরাবিয়ার (G9517) ফ্লাইটে ঢাকায় প্রত্যাবর্তন করবে বলে জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস জেদ্দা।
কনস্যুলেট থেকে জানানো হয়, সুমি আক্তার ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকির আশংকা করছেন এজন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে, গত ৫ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে সুমির স্বামী নূরুল ইসলাম গণমাধ্যমে তার স্ত্রীর দেশে ফেরার উদ্যোগের বিষয়টি জানান। কিন্তু তিনি কবে দেশ ফিরছেন এ বিষয়ে কিছু বলেননি। নূরুল ইসলাম বলেন, ‘ঘণ্টাখানেক আগে সুমির সঙ্গে আমার কথা হয়েছে। সে ভালো আছে। সুমি বলেছে, তাকে সৌদি পুলিশ উদ্ধার করে সৌদিতে নিযুক্ত বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে।