প্রবাসের কথা ২৯ নভেম্বর, ২০১৯ ০৩:৫২

৩ মরদেহসহ লিবিয়া থেকে ফিরলো আহত ১০ বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট।। 

যুদ্ধ বিধ্বস্ত দেশ লিবিয়া থেকে হতাহত হয়ে ফিরলেন ১৫২ জন বাংলাদেশি। তাদের মধ্যে গুরুতর আহত রয়েছেন ১০ জন। মরদেহ ফিরেছে ৩ জনের। বিমান হামলায় হতাহত হয়ে ফিরেছেন তারা। তবে নিহতদের ছাড়পত্রে বৈধতা উল্লেখ থাকলেও প্রবাসী কল্যাণ মন্ত্রী বলছেন, অবৈধভাবেই লিবিয়া গিয়েছিলেন তারা।

রাজশাহীর বাবু লাল ৭ বছর আগে পাড়ি দিয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত দেশ লিবিয়ায়। দালালকে ৩-৪ লাখ টাকা দিয়ে বিদেশ গিয়ে বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতেন বাবু লাল। দেশটির যুদ্ধাবস্থার কারণে ফিরতে চেয়েও পারেননি দেনার দায়ে। সেই বাবু লাল ফিরলেন কফিন বন্দি হয়ে।

বাবুলালের সাথে ফিরেছে নজরুল ইসলামসহ ৩ জনের মরদেহ। গেল ১৮ই নভেম্বর লিবিয়ায় বিমান হামলার ঘটনায় বাবুলালের সাথে মারা যান নজরুল ইসলাম। এছাড়া গুরুতর আহত হন আরো ১০ জন, সবাই ত্রিপোলির ঐ বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতেন। তবে রিপোর্ট বলছে, কাজ নিয়ে বৈধভাবেই গিয়েছিলেন তারা।

এদিকে, আর্থিক সহায়তার আশ্বাস দিলেও লিবিয়ার বন্ধ শ্রমবাজার নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী বলেন অবৈধভাবে গেছেন তারা।মন্ত্রী ইমরান আহমদ বলেন, 'অন্যায় করুক, ন্যায় করুক সেটা পরে দেখা যাবে। তবে ওদেরকে সাহায্য করা আমাদের দরকার।'

গুরুতর আহত হয়ে ফেরা শওকত আলী ও মহসীনের মতো বাকিরাও যেন সেই ভয়াবহতার শিকার। ভাগ্যপরিবর্তনের গল্পগুলোও একই।

আইওএম ও লিবিয়ার বাংলাদেশ দুতাবাসের সহায়তায় দেশে ফেরেন তারা। আইওএম তাদের প্রত্যককেই ১ লাখ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তার কথা জানিয়েছে।  কিন্তু যে স্বপ্ন বুনে বিদেশ পাড়ি দিয়েছিলেন তা হয়তো অধরাই থেকে যাবে তাদের, সাথে অনেকেরই যুক্ত হবে ভয়াবহ কিছু স্মৃতি।