আমাদের কাগজ ডেস্কঃ মেট্রোরেল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। সবশেষ এবার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের সব স্টেশন চালু হলো। আজ শুক্রবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই খুলে দেয়া হয় উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন। এর মধ্যদিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের ৯টি স্টেশনেই যাত্রী পরিবহন শুরু হলো।
স্টেশন ৯টি হলো- উত্তরা উত্তর (দিয়াবাড়ি), উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও।
ডিএমটিসিএল-এর ম্যানেজারের সাথে কথা বলে জানা যায়, সব কিছুই আগের মতো। আমরা দুটি দল গঠন করেছি। সকাল ৮টায় দুটি স্টেশন যাত্রীদের জন্য উন্মুক্ত করা হলো।
তিনি জানান, টিমের মধ্যে যারা অপারেশনের জন্য উত্তরা দক্ষিণ এবং শেওড়াপাড়া স্টেশনের অপারেশন টিমের সঙ্গে সমন্বয় করবে। এর আগে, বৃহস্পতিবার (৩০ মার্চ) এক সংবাদ সম্মেলনে মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম. এ. এন. ছিদ্দিক বলেন, মার্চের মধ্যেই উত্তরা থেকে আগারগাঁও অংশের ৯টি স্টেশনের সবগুলোই চালু করার প্রতিশ্রুতি পূরণ হচ্ছে। বর্তমান সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রেন চলছে। আগামী জুলাই মাসে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে ট্রেন। সারাদিন ট্রেন পরিচালনার প্রস্তুতি হিসেবে ৫ এপ্রিল থেকে দুপুর ২টা পর্যন্ত ট্রেন চলবে।
ডিএমটিসিএল সূত্রে জানা যায়, নতুন দুই স্টেশন চালু করতে দুটি আলাদা টিম গঠন করা হয়েছে। যারা স্টেশন পরিচালনায় সমন্বয় করবে।
উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে উত্তরা (দিয়াবাড়ী), আগারগাঁও স্টেশন দিয়ে যাত্রা শুরু করে মেট্রোরেল। এরপর যাত্রীদের জন্য পল্লবী স্টেশন উন্মুক্ত হয়।
আমাদের কাগজ/এমটি