আমাদের কাগজ রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের অক্টোবর মাসে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১৮ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সেমিনারে তিনি এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, আগামী অক্টোবর মাসে এমআরটি-৬-এর আগারগাঁও থেকে মতিঝিল অংশ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এরই মধ্যে মেট্রোরেলের সামগ্রিক কাজে আমরা এগিয়ে গিয়েছি। পাশাপাশি মেট্রোরেল পুলিশ গঠন করা হয়েছে।
তিনি বলেন, মেট্রোরেল জাতীর সম্পদ। এটি রক্ষা করতে সকলকেই দায়িত্ব। এই দায়িত্ব সবাইকে পালন করতে হবে।
তিনি আরও বলেন, জরিমানা করে হলেও মেট্রোরেলের সৌন্দর্য রক্ষা করতে হবে।
মেট্রোরেলে আইনশৃঙ্খলার বিষয়টি ভালোভাবে দেখা উচিত বলেও মন্তব্য করেন মন্ত্রী।
আমাদের কাগজ/টিআর