ধর্ম ও জীবন ২৮ জানুয়ারি, ২০২৫ ০৯:৫১

আল আকসা প্রাঙ্গণে যেমন কাটলো ফিলিস্তিনিদের শবে মেরাজ

ধর্ম ডেস্ক
মসজিদুল আকসায় কয়েক হাজার ফিলিস্তিনি জোহর নামাজ আদায় করেছেন। সোমবার (২৭ জানুয়ারি) তারা আল আকসায় জোহর নামাজ আদায় করেন। এ দিন তার আল আকসার প্রশস্ত প্রাঙ্গণে মেরাজের স্মরণে আলোচনা সভা করেছেন। 

মসজিদে ভেতরে মুসল্লিদের উপস্থিতিতে ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ইমামরা অংশ নিয়েছেন। প্রতি বছর রজব মাসের ২৭ তারিখকে মেরাজের ঘটনা স্মরণ করার জন্য নির্ধারণ করেছে ফিলিস্তিনের ফতোয়া বোর্ড। এই সময় অবৈধ বসতি স্থাপনকারীদের পক্ষ থেকে মসজিদুল আকাসায় হামলা করা হয় না।

এ সময় জারুজালেম, ও আশপাশ থেকে আাসা পরিবারগুলো মসজিদের সীমানার বাইরে মূল প্রাঙ্গণ ঘুরে দেখেন, শিশুরা খেলায় মেতে উঠে।

ইসরা বলা হয়, ইসলামের নবী মুহাম্মদ সা.-এর মক্কা থেকে মসজিদুল আকসার সফরকে। আর মেরাজ বলা হয়, বায়তুল মুকাদ্দাস থেকে সাত আসমান পর্যন্ত রাসূল সা.-এর ঊর্ধ্বলোকের ভ্রমণকে। মেরাজের ঘটনা হিজরতের আগে সংঘটিত হয়েছিল। তবে এর সঠিক তারিখ নিয়ে আলেমদের মাঝে মতানৈক্য রয়েছে।

সোমবার সহস্রাধিক মুসল্লি মসজিদুল আকসায় জোহরের নামাজ আদায় করেছেন।

শবে মেরাজ উপলক্ষে ফিলিস্তিনে সরকারী ছুটি পালন করা হয়।
কুব্বাতুস সাখরা থেকে রাসূল সা. ঊর্ধ্ব ভ্রমণ শুরু করেছিলেন বলে ধারণা করা হয়।
সোমবার মেরাজের স্মরণে আল আকসা প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন ফিলিস্তিনিরা। খেলায় মেতে উঠেছে শিশুরা।

সূত্র : আল জাজিরা অ্যারাবিক