স্বাস্থ্য সেবা ১৩ অক্টোবর, ২০২২ ০৪:৩৫

ডেঙ্গুতে ৭৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দিন দিন ডেঙ্গুতে আক্রান্ত হওয়া সংখ্যা বাড়ছে । এ বছর এখন পর্যন্ত ৭৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে। বৃহস্পতিবার ( ১৩ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরে সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর। 

তিনি বলেন, এ বছর ডেঙ্গুতে আক্রান্ত যারা মারা যাচ্ছে, অধিকাংশই শেষ পর্যায়ে গিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। মোট মৃত্যুর ৪৮ জনই মারা গেছে ভর্তির তিন দিনের মধ্যে। এ ছাড়া তিন থেকে ছয় দিনের মধ্যে ১৮ জন, ছয় থেকে নয় দিনের মধ্যে ছয় জন এবং ৯ থেকে ৩০ দিনের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। আক্রান্তদের সিংহভাগের বয়স ২০ বছর। আক্রান্তে ঢাকার পর কক্সবাজারে সর্বোচ্চ ১ হাজার ৩৬৮ জন বলেও জানান তিনি। 

স্বাস্থ্য অধিদপ্তরের এই অতিরিক্ত মহাপরিচালক বলেন, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ৪০ থেকে ৫০ বছর বয়সীদের। ঢাকা মহানগর ছাড়া সবচেয়ে বেশি প্রাণহানি কক্সবাজারে। এবার পুরুষের চেয়ে নারী মৃত্যুর হার বেশি দেখা গেছে। 

আমাদের কাগজ/টিএ