স্বাস্থ্য সেবা ১৮ নভেম্বর, ২০১৯ ০২:৫৩

নানা জটিলতায় প্রতি ঘণ্টায় মারা যাচ্ছে ৯ শিশু

জন্মের আগে-পরে নানা জটিলতায় দেশে প্রতি ঘণ্টায় মারা যাচ্ছে ৯ শিশু। এদের ৩১ ভাগের মৃত্যু হয় অপরিণত ও কম ওজনের কারণে। শ্রীলঙ্কায় হাজারে শিশুমৃত্যুর হার ৩ হলেও দেশে এ সংখ্যা ২৮। ২০৩০ সালের মধ্যে এ হার ১২তে নামিয়ে আনতে সব হাসপাতালে ২৪ ঘণ্টা প্রসব সুবিধা নিশ্চিত করতে চায় সরকার।

মায়ের গর্ভে ৩৭ সপ্তাহ পূর্ণ হলে, পরিণত হয় সন্তান। তবে এর আগে জন্ম হলে দেখা দেয় নানা জটিলতা। পরিসংখ্যান বলছে, বছরে ছয় লাখ শিশুর জন্ম হয় অপরিণত অবস্থায়।

মাত্র এক কেজি সাতশ গ্রাম ওজন নিয়ে, ৩৪ সপ্তাহে পৃথিবীর আলোয় এসেছে মাওয়া বিনতে নুর। নানা জটিলতা জয় করে সে এখন সুস্থ্য।

তবে প্রতি বছর ২৩ হাজার নবজাতকের গল্পটা মৃত্যুর। কিছু শিশু চিকিৎসা সুবিধা পেলেও বেশির ভাগই থাকে এর বাইরে।

জন্মের আগে-পরে নানা সমস্যায় বছরে মারা যায় ৮৪ হাজার শিশু। এর বড় কারণ অপরিণত অবস্থায় জন্ম। কিশোরী মায়ের গর্ভধারণ, অপুষ্টি, জমজ সন্তান, সংক্রমণ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা কারণে জন্ম হয় অপরিণত শিশুর।

তার ওপর, মফস্বলের অনেক হাসপাতালে নেই সন্তান প্রসবের পর্যাপ্ত সুবিধা। এখনও ৫০ ভাগ শিশুর জন্ম হয় বাসায়। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, এক বছরের মধ্যে সব হাসপাতালে ২৪ ঘণ্টা প্রসবের সুবিধা নিশ্চিত করা হবে।

শ্রীলঙ্কায় হাজারে শিশুমৃত্যুর হার ৩, প্রতিরোধে বাংলাদেশের সাফল্য থাকলেও, এ সংখ্যা এখনও ২৮। ২০৩০ সালের মধ্যে তা ১২তে নামিয়ে আনতে চায় সরকার।