নিজস্ব প্রতিবেদক : রংপুরের কাউনিয়ায় বালুভর্তি ডাম্পট্রাকের চাপায় রাবেয়া বেগম (৫৭) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার,১ ফেব্রুয়ারি সকালে হারাগাছ পৌরসভার বানুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাবেয়া রংপুর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের তপধন শহীদ আবাসন এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জাহিদুল ইসলামের স্ত্রী।
হারাগাছ থানা পুলিশ জানায়, সকাল ৭টার দিকে ওই নারী হারাগাছ-রংপুর সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বালুভর্তি একটি ডাম্পট্রাক রংপুর শহরে যাওয়ার পথে রাস্তার পাশে থাকা ওই নারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ঘটনার পর চালক ট্রাকসহ পালিয়ে যায়। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আমাদেরকাগজ/ এইচকে






















