সড়ক দুর্ঘটনা ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০২:৫৮

কুমিল্লায় প্রাইভেটকারকে ট্রাকের ধাক্কা, প্রবাসী কিশোরী নিহত 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ কুমিল্লায় প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষে জাহানারা আক্তার (১৭) নামে এক তরুণী নিহতের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় পদুয়ায় বাজার ইউটার্নে এলে একটি ট্রাক তাদের প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এ সময় জালাল আহমেদের মেয়ে জাহানারা আক্তার ঘটনাস্থলেই মারা যান।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর সাড়ে ৪টায় ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়,  দীর্ঘদিন সপরিবারে সৌদি আরবে ছিলেন নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার জালাল আহমেদ। মেয়েরা দাদার বাড়ি দেখবে। তাই রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে বিমানে বাংলাদেশে আসেন। পরে রাতেই বাড়ি ফেরার জন্য প্রাইভেটকারে চড়ে নোয়াখালীর উদ্দেশে রওনা দেন তারা। সোমবার ভোর সাড়ে ৪টায় পদুয়ায় বাজার ইউটার্নে এলে একটি ট্রাক তাদের প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এ সময় জালাল আহমেদের মেয়ে জাহানারা আক্তার ঘটনাস্থলেই মারা যান।

হাইওয়ে থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানায়, সোমবার ভোরে এ ঘটনায় নিহত হন একজন। আহত হন জালাল আহমেদ, তার স্ত্রী বিলকিস বেগম, ছোট মেয়ে সুলতানা জাহান ও প্রাইভেটকার চালক মো. আলাউদ্দিন। পরে তাদের উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় প্রাইভেটকার ও ট্রাক থানায় রয়েছে। কিন্তু ট্রাকচালক পালিয়ে গেছে। 


আমাদের কাগজ/এমটি