সড়ক দুর্ঘটনা ৩১ মে, ২০২৩ ১০:৫২

সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ নিহত

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কলারোয়ায় পৃথক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় তোয়াফ কারিগর (৫৫) ও মাহমুদ কলি (৪৫) নামে দুইজন নিহত হয়েছেন। বুধবার, ৩১ মে সকালে উপজেলার যশোর-সাতক্ষীরা মহাসড়কের কাজিরহাট ও শাকদহে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বাজারের কাপড় ব্যবসায়ী তোয়াফ কারিগর মোটরসাইকেলে যশোর যাচ্ছিলেন। কাজিরহাট বাজারের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অপরদিকে একই সময়ে উপজেলার কলাটুপি গ্রামের বাঁশ ব্যবসায়ী মাহমুদ কলি মোটরসাইকেলে কলারোয়া বাজারে যাওয়ার পথে শাকদহে বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাকে কলারোয়া সরকারি হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান দুর্ঘটনা ও নিহতের বিষয় নিশ্চিত করেছেন।

আমাদেরকাগজ / এইচকে