সড়ক দুর্ঘটনা ২ অক্টোবর, ২০২০ ১২:০৩

সিংগাইরে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের সিংগাইরে কাশিমনগর এলাকায় অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জলিল মোল্লা (৪২) নামে এক ইটভাটার সর্দার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার(১অক্টোবর) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে রোগী নিয়ে স্বজনরা অ্যাম্বুলেন্সে ফরিদপুরের উদ্দেশে যান। হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পৌর এলাকার কাশিমনগর মহল্লায় বিল্লালের হোটেলের সামনে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। স্থানীয়রা আহত জলিলকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকার একটি হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে আহত জলিলকে ঢাকায় নেয়ার পথে সন্ধ্যায় মারা যান

নিহত জলিলের বাড়ি উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল গ্রামেতিনি ওই গ্রামের মনরুদ্দিন মোল্লার ছেলে

এ ব্যাপারে সিংগাইর থানার এসআই আশরাফুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে রাস্তার যানজট স্বাভাবিক করেছি। অ্যাম্বুলেন্সের রোগীদের আরেকটি গাড়িতে বাড়ি যাওয়ার ব্যবস্থা করা হয়েছে