আবহাওয়া ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ০১:৩২

সারাদিনের আবহাওয়া যেমন থাকবে 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার সকালে তাপমাত্রা অনেকটা কমে শীত বেড়েছে। কোথাও কোথাও সকালে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য জায়গার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বিশেষ করে দেশের নদী অববাহিকা ও পার্শ্ববর্তী এলাকায়। 

এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।  বর্ধিত পাঁচ দিনের প্রথমার্ধে তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ ভারতের বিহার ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

আমাদের কাগজ/এমটি