অপরাধ ও দুর্নীতি ২ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:৩০

ভালো মানের সয়াবিন তেল থেকে লিটারে ২০ থেকে ৩০ টাকা দাম কম রেখে অসাধু চক্র প্রার্ন্তিক জনগোষ্ঠির বিশাল একটি অংশের মাঝে এই তেল সরবরাহ করছে।

চরম স্বাস্থ্য ঝুঁকিতে রাঙামাটিবাসী

ডেস্ক রিপোর্ট।। 

খোলা বাজারের নিন্মমানের তেল সংগ্রহ করে নামী-দামী কোম্পানী লোগোর মতো হুবহু নকল লোগো ব্যবহার করে রাঙামাটির হাট-বাজারগুলোতে অবাধে বিক্রি হচ্ছে সয়াবিন তেল।

চিংড়ি, আমানত, মিনার নাম ব্যবহার করে সয়াবিনের আদলে কেমিক্যাল মিশ্রিত পাম অয়েল বিক্রির সাথে জড়িত বিশাল সিন্ডিকেট এর কবলে পড়ে রাঙামাটিতে বসবাসরত জনগোষ্ঠির উল্লেখ্যযোগ্য একটি অংশ এখন নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত।

ভালো মানের সয়াবিন তেল থেকে লিটারে ২০ থেকে ৩০ টাকা দাম কম রেখে অসাধু চক্র প্রার্ন্তিক জনগোষ্ঠির বিশাল একটি অংশের মাঝে এই তেল সরবরাহ করছে।

এসব তেল ব্যবহার করে রাঙামাটির বিভিন্ন নাম করা রেষ্টুরেন্টগুলোতেও বিক্রি করা হচ্ছে মুখরোচক বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী। এসব খাবার খেয়ে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এখানকার মানুষজন।

বিষয়টি নজরে আসায় রাঙামাটিবাসীকে স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটগণের উপস্থিতিতে তাদেরই সার্বিক সহযোগিতা নিয়ে এবার মাঠে নেমেছে জেলার স্বাস্থ্য বিভাগের নিরাপদ খাদ্য পরিষদ কর্তৃপক্ষ।