বিনোদন ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:২১

এবার সারার উদ্দ্যম নাচ ভাইরালে সমালোচনা তুঙ্গে (ভিডিও)

বিনোদন ডেস্ক ।। 

লাখো তরুণের স্বপ্নকন্যা সারা আলী খানের আরও একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। এরই মধ্যে ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটি সাড়ে ৩ মিনিয়নের বেশিবার দেখা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, সারা ড্রেস পরে নাচছেন সারা আলী খান। আর পেছনে বাজছে তারই অভিষেক ছবি ‘কেদারনাথ’-এর ‘সুইটহার্ট’ গানটি।

আজ সোমবার নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকে এমনই একটি ‘ফিরে দেখা’ ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রথম গান’।

দুধ সাদা সারারায় নাচছেন সারা আলি খান। পেছনে বাজছে তাঁরই ডেবিউ ছবি ‘কেদারনাথ’-এর ‘সুইটহার্ট’ গানটি। সোমবার নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকে এমনই একটি ‘ফিরে দেখা’ ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রথম গান’।

তাঁর ক্যারিশমায় মুগ্ধ নেটিজেনরা। প্রশংসায় ভরে গিয়েছে সারার ইনস্টাগ্রামের দেওয়াল। এমনিতেই সারার ‘গার্লস টু নেক্সট ডোর’ ইমেজের জন্য নেটিজেনদের বেশ পছন্দেরই সারা। স্টারডমের ছোঁয়া নেই। বরাবরই সারা যেন ‘ঘরের মেয়ে’।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Hamara pehla gaana