আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশ রাজ্যের রাজধানী লখনউ থেকে প্রায় ৩০০ কি.মি. দক্ষিণ-পূর্বে বালিয়া জেলায় একটি বৃহৎ অংশে তীব্র দাবদাহে কমপক্ষে ৩৪ জন মারা গেছেন।
প্রচণ্ড গরমের কারণে মৃত সকলের বয়সই ৬০ বছরের বেশি। ওই ভারতীয় নাগরিকদের স্বাস্থ্যগত অবস্থা ভালো ছিল না। তীব্র দাবদাহে তাদের স্বাস্থ্যগত সমস্যা আরও বাড়ে এবং তারা মারা যান।
শনিবার দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, ডাক্তাররা ৬০ বছরের বেশি বয়স্ক নাগরিকদের দিনের বেলায় বাড়ির ভিতরে থাকার পরামর্শ দিয়েছেন।
বালিয়ার চিফ মেডিকেল অফিসার জয়ন্ত কুমার জানিয়েছেন, বৃহস্পতিবার ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং শুক্রবার আরও ১১ জনের মৃত্যু হয়েছে।
শনিবার অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে তিনি বলেছেন, ‘সকল ব্যক্তিই কিছু অসুস্থতায় ভুগছিলেন এবং প্রচণ্ড গরমের কারণে তাদের অবস্থা আরও খারাপ হয়েছিল।"
তিনি বলেন, বেশিরভাগ মৃত্যুই হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক ও ডায়রিয়ার কারণে হয়েছে।
সূত্র : আল-জাজিরা
আমাদেরকাগজ/এইচএম