সারাদেশ ১০ মে, ২০২৫ ১০:৫৮

ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে ফের বগি লাইনচ্যুত, বন্ধ ট্রেন চলাচল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট 
ব্রাহ্মণবাড়িয়ায় কক্সবাজারগামী আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়ে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।  

শনিবার (১০ মে) সকাল ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনাকবলিত বগি রেখেই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে গেছে।

এর আগে শুক্রবার (৯ মে) রাত সোয়া ১০টার দিকে একই স্থানে চট্টগ্রাম থেকে আসা মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারের পর শনিবার ভোর ৫টার দিকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জসিম উদ্দিন জানান, সকাল ৬টার দিকে চট্টগ্রাম থেকে আসা কক্সবাজার এক্সপ্রেসটির শেষের বগির একটি চাকা লাইনচ্যুত হয়। পরবর্তীতে সকাল সোয়া ৭টার দিকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধার করে।