স্পোর্টস ডেস্ক
নিলাম ছাড়াও দলবদলের আরও কিছু নিয়ম প্রচলিত আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। ২০২৩ আসরে ট্রেডিং উইন্ডো অনুসারে গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্সে দলবদলের বিষয়টি বেশ আলোচিত ছিল। অবশ্য ২০০৯ সাল থেকেই এটি চালু ছিল। কোনো আসর শেষ হওয়ার এক মাস পর কিংবা নতুন নিলামের এক সপ্তাহ আগে এই উইন্ডো শুরু হয়। সেই নিয়মেই এবার দলবদল করলেন রবীন্দ্র জাদেজা এবং সঞ্জু স্যামসন।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ বলছে, রবীন্দ্র জাদেজা রাজস্থান রয়্যালসে ফিরেছেন। তার জায়গা চেন্নাই সুপার কিংসে যোগ দিলেন স্যামসন। আইপিএলের সর্বশেষ মেগা নিলামে ১৮ কোটি রুপিতে জাদেজাকে নিয়েছিল চেন্নাই, যদিও ২০১২ সাল থেকে তিনি মহেন্দ্র সিং ধোনির দলটিতেই খেলছেন। জাদেজার পাশাপাশি ২.৪ কোটি রুপি মূল্যের স্যাম কারানকেও ট্রেডে অন্তর্ভুক্ত করেছে চেন্নাই। এই ট্রেডিং অনুমোদন দিয়েছে বিসিসিআই।
যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ট্রেডিংয়ের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ জমা দিতে হয় বিসিসিআইয়ের কাছে। এরপর ট্রেড সম্পন্ন হতে ৪৮ ঘণ্টা সময় লাগে। ক্রিকবাজ বলছে, জাদেজা-স্যামসনদের অদলবদলের বিষয়ে আজ (শনিবার) আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এর আগে কিছু কারণে তাদের ট্রেড সম্পন্ন হতে সময় লেগেছে। চেন্নাই নাকি গত তিন বছর ধরেই স্যামসনকে পাওয়ার চেষ্টা করছিল বলে উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে।
আইপিএলের একজন নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ‘এটি বেশ বেদনায়ক বিষয় যে দীর্ঘ সময় ধরে খেলা একজন তারকা পারফর্মারকে চেন্নাই এত সহজে যেতে দিচ্ছে। যাকে ধোনির অবসর-পরবর্তী ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম প্রধান মুখ বলে ভাবা হচ্ছিল। ধোনির পরই চেন্নাইয়ে আলোচিত নামটি নিশ্চিতভাবে জাদেজার। ধোনি চলে গেলে কে হবে এই দলটির প্রতিনিধি।’ সবমিলিয়ে রাজস্থানের জন্য এই ট্রেড লাভজনক বলেই উল্লেখ করেছেন নামপ্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।
১১ মৌসুম ধরে স্যামসন রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। সাম্প্রতিক সময়ে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে তাকে পেতে মরিয়া ছিল চেন্নােই। এমনকি এবার তাদের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার আগে একাধিক ফ্র্যাঞ্চাইজি তার জন্য আগ্রহ দেখিয়েছে। এদিকে, জাদেজা নিজের প্রথম দুই আইপিএল আসর রাজস্থানের হয়ে খেলেছিলেন। ২০১০ আসরে অনুনোমোদিত পন্থায় অন্য দলের সঙ্গে দর কষাকষি করায় নিষিদ্ধ ছিলেন তিনি। এরপর গোপন চুক্তিতে তাকে ২০১২ সালে নেয় চেন্নাই। অসংখ্য ম্যাচে পারফর্ম করে তার প্রতিদানও দিয়েছেন জাদেজা।
চেন্নাইয়ের জার্সিতে তিনবার এবং রাজস্থানের হয়ে একবার আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে ভারতীয় এই তারকা অলরাউন্ডারের। চেন্নাইয়ের হয়ে ১৮৫ ম্যাচে ২০০০ রান এবং ১৪০ উইকেট নিয়েছেন তিনি। তবে জাদেজার বর্তমান বয়সটাও বিবেচ্য বিষয়, ৩৬ বছর বয়সী এই তারকা ইতোমধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবসর নিয়েছেন। ভারতের ওয়ানডে দলেও তার ভবিষ্যৎ অনিশ্চিত। তাকে ছেড়ে দেওয়ার পেছনে হয়তো চেন্নাই এসব বিষয়ও ভাবনায় রেখেছিল।






















