সোশ্যাল মিডিয়া ২৮ আগস্ট, ২০১৯ ১০:২৫

পঙ্কজ নাথের বিরুদ্ধে চক্রান্তমূলক ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

ডেস্ক রিপোর্ট ।। 

বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে চক্রান্তমূলক তথাকথিত ভিডিও প্রচারকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠন ও সরকারের বিরুদ্ধে চক্রান্ত হিসেবেই দেখছে। পঙ্কজ দেবনাথ আওয়ামী লীগের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও একজন দায়িত্বশীল পার্লামেন্ট সদস্য। তথাকথিত ভিডিও প্রচারের মাধ্যমে তার ভাবমূর্তির সাথে সাথে আওয়ামী লীগের ভাবমূর্তি ধ্বংসের যে চক্রান্ত, তার বিরুদ্ধে আওয়ামী নেতাকর্মীরা অনলাইনে সোচ্চার হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা তার ফেসবুক ওয়ালে লিখেন,"ছবি বা ভিডিওতে একজন মানুষের মুখ ঢেকে দিয়ে আরেকজন সৎ, আদর্শবান মানুষের নামে চালিয়ে দেয়া! একোন অসভ্য, হিংস্র মানসিকার মুখোমুখি হচ্ছে সমাজ? এদেরকে পশুর সাথে তুলনা করলে পশুদের ছোট করা হবে। এইসব বিকৃত মস্তিষ্কধারীদের বলতে চাই, প্রকৃতি কিন্তু তার শোধ যথাসময়েই নিয়ে নেবে। সবারই পরিবার পরিজন আছে। শুধু অপেক্ষা করেন কোন ফরম্যাট এ আপনার উপরে আসবে !"

     ছবি: সাজ্জাদ সাকিব বাদশা

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহেল রানা টিপুকেও স্ট্যাটাসে এঘটনায় জড়িতদের বিচার দাবি করতে দেখা যায়। যারা এসব অপপ্রচার করেছে এবং পর্দার আড়াল থেকে যারা ইন্ধন জুগিয়েছে, সকলকেই তিনি আইনের আওতায় আনার দাবি জানান। 

ছবি: সোহেল রানা টিপু

এছাড়াও সাবেক ছাত্রলীগ নেতা মিলন পাঠান এ চক্রান্তের ধরন ও প্রকৃতি দেখে হতবাক হয়ে দীর্ঘ স্ট্যাটাস লিখেছেন, যেখানে তিনি প্রকৃতির বিচার প্রকৃতির হাতে ছেড়ে দিয়েছেন। কিন্তু তিনি চান অন্তত মানুষের আইনে এ কাজে জড়িত অমানুষদের বিচার যেন হয়। তার এই স্ট্যাটাস আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশাহ সহ আরো অনেক নেতাকর্মীকে শেয়ার দিতে দেখা যায়। 

ছবি: মিলন পাঠান

অন্যান্য ছাত্রলীগ নেতার মত এ ঘটনা ক্ষুদ্ধ করেছে রাশিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি ফুয়াদ আদনান বিন জামালকেও। তিনি অনেকটা ক্ষোভের সুরেই লিখেন, রাষ্ট্রের একজন দায়িত্বশীল সাংসদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আত্মগোপনে চলে যাবার দিন শেষ। এসব অপপ্রচারকারীর পরিবারকেও এর দায় নিতে হবে। এছাড়াও তিনি বলেন, পঙ্কজ দেবনাথ একটি দ্রোহের না্‌ম, পরিচ্ছন্ন রাজনীতিক ব্যাক্তিত্বের নাম, একটি অহংকারের নাম। 

ছবি: ফুয়াদ আদনান বিন জামাল

এছাড়া তৃণমূলের অনেক নেতাকর্মীদের এসব স্ট্যাটাস শেয়ার দিতে দেখা যায়। তারাও বিভিন্ন মন্তব্য দিয়ে   এ চক্রান্তের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। সবার একটাই দাবি। ষড়যন্ত্রকারীদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা।