খেলাধুলা ১৮ ডিসেম্বর, ২০২২ ০৬:১২

গোল সমান হলে কে জিতবেন গোল্ডেন বুট, মেসি নাকি এমবাপ্পে?

স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপ জিতবে কে, এ নিয়ে ভক্তদের যেমন আগ্রহের কমতি নেই। ঠিক ততটাই আগ্রহ রয়েছে কে পেতে যাচ্ছেন এবারের গোল্ডেন বুট পুরস্কার। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাকে গোল্ডেন বুট দেওয়া হয়। পুরস্কারটি প্রথমবার ১৯৮২ সালে দেওয়া হয়েছিল এবং তারপর থেকে প্রতিটি বিশ্বকাপে এটি দেওয়া হয়েছে।

এ বছর গোল্ডেন বুটের উন্মাদনা বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত আছে। কারণ মেসি (৫ গোল), এমবাপ্পে (৫ গোল), আলভারেজ (৪ গোল) ও জিরুৎ (৪ গোল) করে এই দৌড়ে রয়েছেন।

ফাইনালে সবার সমান সুযোগ থাকায় কে গোল্ডেন বুট জিতবেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে মেসি ও এমবাপ্পের গোল্ডেন বুট জেতার সম্ভাবনা বেশি। তবে দেখা নেওয়া যাক, তাদের মধ্যে বিজয়ী নির্ধারণে কী কী ধরনের সুযোগ রয়েছে।

যেহেতু মেসি ও এমবাপ্পে উভয়েই ৫টি গোল করেছেন এবং তারা যদি ফাইনালে কোন গোল না করেন, তাহলে গোল্ডেন বুট বিজয়ী নির্ধারণে অন্যান্য নিয়মগুলো প্রযোজ্য হবে। এরমধ্যে রয়েছে— গোলের সংখ্যা সমান হলে দেখা হবে কার অ্যাসিস্ট বেশি। অর্থাৎ কে কত গোলে সহায়তা করেছেন? সমান হলে দেখা হবে কে কম সময় মাঠে ছিলেন।

সুতরাং মেসি ও এমবাপ্পে উভয়ের স্কোর একই থাকলে, ফিফা গোল অ্যাসিস্ট নম্বর দেখবে। সেক্ষেত্রে তিনটি অ্যাসিস্ট থাকায় গোল্ডেন বুট জিতবেন মেসি। অন্যদিকে, এমবাপ্পে দুটি অ্যাসিস্ট করেছেন। তবে, ফাইনাল ম্যাচে এমবাপ্পে যদি একটি গোলে সহায়তা করেন এবং মেসির অ্যাসিস্ট সংখ্যা একই থাকে, তাহলে এমবাপ্পে গোল্ডেন বুট জিতবেন। কারণ তিনি মেসির চেয়ে কম সময় খেলেছেন। এমবাপ্পে মাঠে খেলেছেন ৪৭৭ মিনিট, মেসি খেলেছেন ৫৭০ মিনিট।

লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে উভয়েই এ বছরের ফুটবল বিশ্বকাপে তাদের জাদুকরী পারফরম্যান্স দিয়ে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছেন৷ তারা উভয়েই গোল্ড বুট পুরস্কারের জন্য যোগ্য প্রতিদ্বন্দ্বী। তবে ফিফা কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট কে জিতবে, তা জানতে আমাদের আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। স্বাভাবিকভাবেই মেসি ও এমবাপ্পে উভয়েই ম্যাচে জয় নিশ্চিত করার পাশাপাশি তাদের ব্যক্তিগত রেকর্ড সমৃদ্ধ করার জন্য সেরাটা দেবেন।

আমাদেরকাগজ/এইচএম