ধর্ম ও জীবন ১৫ জানুয়ারি, ২০২৩ ১০:২৯

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শুরু

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ,গাজীপুর প্রতিনিধিঃ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শুরু হয়েছে। এ মোনাজাতের মধ্য দিয়ে আজ রোববার (১৫ জানুয়ারি) শেষ হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাতে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হচ্ছে।

রোববার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হয়েছে আখেরি মোনাজাত। আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইলের সুরাসদস্য কারি মোহাম্মদ জোবায়ের।এতে সারা দেশ ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মানুষ অংশ নিয়েছেন।

তবে, সড়কে যানবাহন কম থাকায় টঙ্গীর ইজতেমা মাঠ পর্যন্ত পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে মুসল্লিদের। 

গত দুদিন টঙ্গীর ইজতেমা ময়দানে লাখ-লাখ মুসল্লির উদ্দেশে চলে পবিত্র কুরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান। মোনাজাতের আগেও হয়েছে হেদায়েতি বয়ান।

ইজতেমার এ পর্বে শিল্পনগরী টঙ্গী ইতোমধ্যেই ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে। মহান আল্লাহ তায়ালার নৈকট্য লাভের ব্যাকুলতায় দ্বীনের দাওয়াতে মেহনত করার জন্য ইসলামের মর্মবাণী সর্বত্র পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা দলে দলে ছুটে আসেন টঙ্গীর তুরাগতীরে।

রোববার ফজর নামাজের পর থেকে শুরু হয় তৃতীয় দিনের বয়ান। বয়ান শুরু করেন ভারত থেকে আগত মাওলানা আবদুর রহমান। তার বয়ানের পরই হেদায়েতি বয়ান হওয়ার কথা রয়েছে। হেদায়েতি বয়ান শেষ হলে শুরু হবে আখেরি মোনাজাত। হেদায়েতি বয়ান করবেন কাকরাইলের সুরাসদস্য কারি মোহাম্মদ জোবায়ের।

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পক্ষের (জোবায়ের অনুসারী) আয়োজনে এবারের ইজতেমা। চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পক্ষের (সা’দ অনুসারী) বিশ্ব ইজতেমার আয়োজন।

আখেরি মোনাজাত উপলক্ষে মুসল্লিতে ঠাসা মাঠ। কোথাও তিল ধারণের মতো জায়গা নেই। যারা ময়দানে অবস্থান করছেন তারা দু’তিন দিন আগেই এসেছেন। আজ ভোর থেকে ঢল নামে আখেরি মোনাজাতে অংশ নিতে আসা মুসল্লিদের। মোনাজাতের আগ পর্যন্ত মাঠের দিকে মানুষের এ ঢল অব্যাহত ছিল।

মোনাজাত শুরু হওয়ার পর যে যেখানে ছিলেন সেখানেই হাত তোলে দাঁড়িয়ে যান। 

আমাদের কাগজ/এমটি