চাকুরীর খবর ২৩ জানুয়ারি, ২০২৩ ১১:৩৯

বিদেশি সংস্থায় চাকরি বেতন ১২ লাখ ৪২ হাজার,থাকছে বিশেষ সুবিধাও 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ,চাকুরীর খবরঃ লোকবল চেয়ে  বিজ্ঞপ্তি জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রজেক্ট অফিস কক্সবাজারে লোকবল নিয়োগ দেবে। যারা আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে।

পদের নাম: প্রোগ্রাম অফিসার। 

পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতা: জুওলজি, ওয়াইল্ডলাইফ বায়োলজি, ফরেস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ভূগোল, আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং, হাইড্রোলজি  বা এ ধরনের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 

বেতন: বছরে মোট বেতন ১২ লাখ ৪২ হাজার ৬৪৬ টাকা

তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। উপস্থাপনায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। 

পদের নাম: সিনিয়র প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট (নার্সারি ম্যানেজার)।

পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতা: ফরেস্ট্রি, বোটানি, কৃষি, এনভায়রমেন্টাল সায়েন্স বা এ ধরনের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 

সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। উপস্থাপনায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। 

পদের নাম: প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, ইউএনএইচসিআর। 

পদের সংখ্যা: ৫।

আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতা: জুওলজি, ওয়াইল্ডলাইফ বায়োলজি, মেরিন সায়েন্স, ফরেস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স বা এ ধরনের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 

বেতন: বছরে মোট বেতন ৫ লাখ ৬১ হাজার ৮৭৪ টাকা

সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক থেকে ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। উপস্থাপনায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। 

আবেদন যেভাবে : আগ্রহীরা আইইউসিএনের ওয়েবসাইটের এ লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। 

আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৩।

আমাদের কাগজ/এমটি