আন্তর্জাতিক ২৩ জানুয়ারি, ২০২৩ ১০:০০

তীব্র শৈত্যপ্রবাহ বইছে দক্ষিণ কোরিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় এ বছরের রেকর্ড পরিমাণ তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে। এসময় তাপমাত্রা থাকবে মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস। 

স্থানীয় সময় সোমবার (২৩ জানুয়ারি) রাত থেকে দক্ষিণ কোরিয়ায় তীব্র শৈত্যপ্রবাহ শুরু হবে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। 

খবরে বলা হয়েছে, তাপমাত্রা গতকালের (রোববার) তুলনায় ১০ থেকে ১৫ ডিগ্রি বেশি হ্রাস পাবে। আজ রাত থেকে বেশিরভাগ উপকূল গাংউওনদো পার্বত্য অঞ্চল, জেজু দ্বীপ এবং খিয়ংসানবুকদোর অভ্যন্তরের কিছু অংশ জুড়ে শক্তিশালী বাতাস প্রবাহিত হবে। 

আমাদেরকাগজ/এইচএম