আন্তর্জাতিক ১৭ মে, ২০২৩ ০৫:০৩

কিয়েভে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। একদিনে আকাশপথে ১৮ দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আগ্রাসনকারী রুশ সেনারা। এতে প্রাণহানির তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়নি। চলতি মাসে এটি কিয়েভে অষ্টমবারের মতো তীব্রতর হামলা।

কিয়েভের কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, এটি ছিল ব্যতিক্রমী হামলা। এদিকে ইউক্রেন দাবি করেছে, তারা ১৮টি রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। কিন্তু রাশিয়া বলেছে, তাদের সব ক’টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন লক্ষ্য পূরণ করেছে। খবর বিবিসি ও আল জাজিরা।

আল জাজিরার খবরে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আফ্রিকান নেতাদের শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তারা এ নিয়ে আলোচনা করতে প্রস্তুত। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গে সংবাদ সম্মেলনে রামাফোসা বলেন, দুই নেতার সঙ্গে আলোচনা এটিই প্রমাণ করে যে তারা উভয়ই আফ্রিকার নেতাদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে তিনি বলেন, এটি সফল হবে কিনা, সেটি নির্ভর করবে আলোচনার ওপর। রামাফোসা আরও বলেন, জাতিসংঘের মহাসচিবের নেতৃত্বে সেনেগাল, উগান্ডা এবং মিশরের নেতৃবৃন্দ শান্তি প্রক্রিয়ায় অংশ নেবেন।

এদিকে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো এই হামলাকে তীব্রতার দিক থেকে ব্যতিক্রম বলে বর্ণনা করেছেন। তার মতে, মস্কো স্বল্পসময়ে সর্বাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ দফায় রুশ হামলায় কিয়েভের আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্প্রতি জেলেনস্কি ইউরোপ সফর করছেন। ইতোমধ্যে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও জার্মানির কাছ থেকে আরও সহায়তার আশ্বাস পেয়েছেন।

 

আমাদেরকাগজ/এইচএম