আন্তর্জাতিক ২১ মে, ২০২৩ ০৬:০০

রাশিয়া বাখমুত দখল করতে পারেনি: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহর রাশিয়ার ভারাটে সৈন্য ওয়াগনারের নিয়ন্ত্রণে যাওয়ার খবর অবশেষে স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়চে ভেলে।

জেলেনস্কি রোববার জোর দিয়ে বলেন, বাখমুত রাশিয়ার দখলে নেই।

এসময় তিনি তার মাতৃভাষায় বলেন, বাখমুতের কাছে ফিরে যান। 

জেলেনস্কি বলেন, বাখমুতে ইউক্রেনের সেনারা খুব গুরুত্বপূর্ণ মিশন সম্পন্ন করেছে। 

দুই তিন শব্দে এর ব্যাখ্যা দাঁড় করানো সম্ভব নয় বলে তিনি তার কথা শেষ করেন।  

এর আগে গতকাল শনিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত পুরোপুরি দখলের দাবি করে রাশিয়া। বিবিসির খবরে বলা হয়, বাখমুতে রাশিয়ার হয়ে কয়েক মাস ধরে লড়ে আসছে রুশ ভাড়াটে বাহিনী ভাগনার গ্রুপ।

ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। এতে তিনি বাখমুত দখলের দাবি করেন।


আমাদেরকাগজ/এইচএম