আন্তর্জাতিক ২৮ মে, ২০২৩ ০৯:৫৯

জয়ের পথে এগিয়ে এরদোয়ান 

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের চূড়ান্ত প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন চলছে গণনা। প্রাথমিক ফলাফলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এগিয়ে আছেন। আনাদোলু এজেন্সি এ তথ্য দিয়েছে।

বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে যে এরদোয়ান৫৩.৪১ শতাংশ ভোট পেয়েছেন। অপরদিকে তার প্রধান প্রতিপক্ষ কামাল কিলিকদারোগ্লু পেয়েছেন ৪৬.৫৯ শতাংশ ভোট। এখন পর্যন্ত ৮৫.১৩ শতাংশ ব্যালট বাক্স খোলা গয়েছে।

এর আগে স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। তুরস্কে এবার ছয় কোটি ৪১ লাখের বেশি লোক ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছিলেন। এদের মধ্যে প্রায় ১৯ লাখ ২০ হাজার তুর্কি বিদেশে থেকে ভোট দিয়েছেন। এছাড়া দেশটিতে প্রায় ৪৯ লাখ লোক নতুন করে ভোটার হয়েছেন।

দেশটিতে ভোটারদের জন্য মোট এক লাখ ৯১ হাজার ৮৮৫টি ব্যালট বাক্স স্থাপন করা হয়।

প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে ভোটাররা রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং প্রধান বিরোধী দলীয় প্রার্থী কামাল কিলিকদারোগ্লুকে ভোট দেন।

তুরস্কের এ প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমেই এটা বলা যাবে যে কে আট কোটি জনসংখ্যার তুরস্ককে নেতৃত্ব দেবে। বিষয়টা শুধু তুরস্কেই সীমাবদ্ধ নয়, মুসলিম বিশ্ব এবং ন্যাটো জোটেও এ নির্বাচনের প্রভাব পড়বে। সূত্র: আনাদোলু এজেন্সি।


আমাদেরকাগজ/এইচএম