আন্তর্জাতিক ১০ অক্টোবর, ২০২৩ ০৭:২৭

হামলায় ইরান জড়িত নয়: খামেনেয়ী 

আমাদের কাগজ ডেস্কঃ হামাসের চালানো হামলার সঙ্গে তেহরানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে মন্তব্য করেছেন ইরানের রাষ্ট্রপ্রধান খামেনেয়ী। খামেনেয়ী বলেন, যারা ইহুদিবাদী শাসকদের ওপর হামলার পরিকল্পনা করেছিল আমরা তাদের হাতে চুমু খাই। আজ (মঙ্গলবার) তিনি এ কথা বলেন। খবর রয়টার্স’র।

রানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ী বলেছেন, ইসরায়েলে শনিবার হামাসের চালানো হামলার সঙ্গে তেহরানের কোনো সংশ্লিষ্টতা নেই। তবে ইসরায়েলের ‘অপূরণীয়’ সামরিক ও গোয়েন্দা পরাজয়কে স্বাগত জানিয়েছেন তিনি। 

এর আগে (শনিবার) ইসরায়েলে হামলার পর নিজের প্রথম টেলিভিশন ভাষণে এসব কথা বলেন খামেনেয়ী। এসময় তিনি ফিলিস্তিনি স্কার্ফ পরে ছিলেন।

খামেনেয়ী আরও বলেন, এই ধ্বংসাত্মক ভূমিকম্প (হামাসের আক্রমণ) কিছু গুরুত্বপূর্ণ কাঠামো ধ্বংস করেছে (ইসরায়েলে) যা সহজে মেরামত করা হবে না। এই বিপর্যয়ের জন্য ইহুদিবাদী শাসকদের নিজস্ব পদক্ষেপগুলো দায়ী।

শনিবার হামাসের হামলা ১৯৭৩ সালের ইওম কিপুর যুদ্ধের পর ইসরায়েলের সীমান্তে সবচেয়ে বড় আকারের হামলা। ছুটির দিনে আসা এই অতর্কিত হামলায় হতভম্ব হয়ে পড়ে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল-ফিলিস্তিনের দীর্ঘদিনের সংঘাত চরম শিখরে পৌঁছেছে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।

আমাদের কাগজ( এমটি)