আন্তর্জাতিক ২৭ নভেম্বর, ২০২৩ ০২:০২

বাংলাদেশ থেকে গুটিয়ে দিল্লিতে উত্তর কোরিয়ার দূতাবাস

আমাদের কাগজ ডেস্ক: বাংলাদেশ থেকে নিজেদেরকে গুটিয়ে নিলো উত্তর কোরিয়া। বন্ধ করে দিয়েছে স্বাধীন দেশে থাকা নিজেদের দূতাবাস। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, ২১ নভেম্বর তাদের ঢাকার দূতাবাসটি বন্ধ করে দিয়েছে। 

বাংলাদেশ থেকে  দূতাবাস কার্যক্রম বন্ধ করে দিল্লিতে থাকা উত্তর কোরিয়ার দূতাবাস স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে বলেও ওই সূত্র জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, মাসখানেক আগেই কূটনৈতিক পত্রের মাধ্যমে দূতাবাস বন্ধের বিষয়টি জানিয়েছিল উত্তর কোরিয়া। এরপর দেশটির রাষ্ট্রদূত ২১ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করেন।

ওই সূত্র জানায়, আর্থিক এবং প্রাসঙ্গকি আরও কিছু কারণেই দূতাবাসটি গুটিয়ে নেওয়া হলো।

বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে উত্তর কোরিয়ার দূতাবাস কাজ শুরু করে। উত্তর কোরিয়ায় বাংলাদেশেরও দূতাবাস নেই। চীনের বেইজিংয়ে থাকা বাংলাদেশ দূতাবাস ‘সমদূরবর্তী মিশন’ হিসেবে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়গুলো দেখাশোনা করে। 

দুই যুগেরও বেশি সময় আগে বাংলাদেশ থেকে ৬.১৪ মিলিয়ন ডলারের পণ্য নিয়ে এখনো তার মূল্য পরিশোধ করছে না উত্তর কোরিয়া। ২০১২ সালে সুদাসলে পাওনার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১১.৬২ মিলিয়ন ডলার।

বিভিন্ন সময় বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও কোনো সাড়া দিচ্ছে না দেশটি। এ অবস্থায় নতুন পদক্ষেপ নিলো দেশটি। 

আমাদেরকাগজ/এমটি