আন্তর্জাতিক ২৮ ডিসেম্বর, ২০২৩ ০৭:৫৪

ভারতে বাসে আগুন, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুনায় ডাম্পারের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে গুনা-আরোন সড়কে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় আরও ১৭ জন আহত হয়েছে এবং তাদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে বাসটি উল্টে যায়। এরপরই তাতে আগুন লেগে যায়।

মধ্যপ্রদেশের গুনায় আরোন সড়কের ওপর একটি মন্দিরের কাছে দুর্ঘটনাটি ঘটে। গুনা পুলিশ জানিয়েছে, গুনা থেকে আরোনগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ডাম্পারের। দুর্ঘটনার পর বাস উল্টে যাওয়ায় বাসের কোনো যাত্রীই আর বাইরে বেরিয়ে আসতে পারেননি। বাসের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে ঝলসে মৃত্যু হয় ১১ জনের। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও ২ জনের। 

এদের পাশাপাশি আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন আরও ১৭ জন। আহতরা গুনা জেলা হাসপাতালে ভর্তি আছেন। এই বিপর্যয়ে শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন তিনি। 

মৃতদের পরিবারকে চার লাখ ও আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভয়াবহ দুর্ঘটনার পিছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনা নিয়ে ডিএম ও এসপির সঙ্গে কথা বলেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও।

এদিকে, গুনার জেলা কালেক্টর তরুণ রাঠি ইন্ডিয়া টুডেকে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন এবং বলেছেন যে আহতরা বিপদমুক্ত। তিনি জানান, অগ্নিকাণ্ডের ফলে মরদেহগুলো চেনা যাচ্ছে না। তাদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হবে।

একজন সিনিয়র পুলিশ অফিসার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন যে দুর্ঘটনার সময় বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে চারজন কোনো মতে বাস থেকে নেমে বাসায় ফিরে আসেন।

আমাদেরকাগজ / এইচকে