রাজনীতি ৩১ মার্চ, ২০২৪ ০৪:৩৫

সাবেক আইজিপি বেনজীরের সমালোচনায় রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বহু গুম প্রত্যক্ষভাবে যার নির্দেশে হয়েছে তিনি হলেন পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ। এই ব্যক্তির তান্ডব ও আক্রমণে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের কত নেতাকর্মী যে রক্তাক্ত হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে, কবর দেওয়া হয়েছে; তার হিসাব নেই।

রোববার (৩১ মার্চ) দুপুরে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয় নিচতলায় জাতীয়তাবাদী সামাজিক সংস্থার (জাসাস) উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বেনজীরের প্রত্যক্ষ নির্দেশে ছাত্রনেতা জনিসহ অসংখ্য নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে।  

রিজভী বলেন, পদ্মা সেতু, ফ্লাইওভার ও মেট্রোরেল নামে আওয়ামী লীগ মানুষের টাকা লুটপাট করেছে। আওয়ামী লীগের যারা সমর্থনকারী তারা বিরোধীদলের ওপর তরবারি বসিয়ে শেখ হাসিনাকে প্রটেকশন দিয়েছে। তাদের যে লুটপাটের স্বর্গ রাজ্য সেটি কিন্তু বেরিয়ে পড়েছে। 
 
বিএনপির এ নেতা আরও বলেন, বেনজীর আহমেদ পুলিশের আইজি থাকাকালে বিরোধী দলের আন্দোলন শুরু হলেই পুলিশ ও র‌্যাবের উদ্দেশে বলতেন, আপনার বন্দুকে গুলি দেওয়া হয়েছে কি পকেটে রাখার জন্য? অর্থাৎ প্রকাশ্যে পুলিশ ও র‌্যাবের সদস্যদের গণতন্ত্রকামী মানুষদের হত্যার জন্য নির্দেশ দিতেন বেনজীর।


এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জাসাসের সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন প্রমুখ।