জাতীয় ৩০ অক্টোবর, ২০২০ ০৮:৪৮

মু‌জিবব‌র্ষ

সাংবা‌দিক‌দের বি‌শেষ অধিবেশন কভারের জন্য করতে হবে করোনা টেস্ট

নিজস্ব প্র‌তি‌বেদক

মু‌জিবব‌র্ষের বি‌শেষ অধিবেশন কভার কর‌তে পার‌বেন সংসদ বি‌টের সাংবা‌দিকরা ত‌বে এজন্য সংসদ পাস সংগ্রহ কর‌তে হ‌লে কো‌ভিড-১৯ নে‌গে‌টিভ রি‌পোর্ট থাক‌তে হ‌বে

সংসদ স‌চিবাল‌য় সূ‌ত্রে জানা যায়, আগামী ৮ ন‌ভেম্বর সন্ধ্যা ৬টায় স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে সংস‌দের অধিবেশন শুরু হ‌বে এদিন সভাপ‌তিমণ্ডলী নির্বাচন ও শোক প্রস্তাব গ্রহণের মাধ‌মে অধিবেশনের মূলত‌বি হ‌বে

মু‌জিববর্ষ উপল‌ক্ষে ৯ ন‌ভেম্বর সংস‌দে ভাষণ দেবেন রাষ্ট্রপ‌তি মো. আবদুল হা‌মিদ ত‌বে সব এম‌পি এদিন অ‌ধি‌বেশ‌নে যোগ দি‌তে পার‌বেন না শুধু কো‌ভিড-১৯ নে‌গে‌টিভ এম‌পিরা এ‌দিন অ‌ধি‌বেশ‌নে যোগ দে‌বেন কো‌ভিড-১৯ নে‌গে‌টিভ সাংবা‌দিক‌দরাও সরাস‌রি সংস‌দে হা‌জির হ‌য়ে এই অ‌ধি‌বেশন কভার করার সু‌যোগ পা‌বেন

এ বিষ‌য়ে সংস‌দের গণসং‌যোগ বিভা‌গের প‌রিচালক তা‌রিক মাহমুদ ব‌লেন, মু‌জিববর্ষ উপল‌ক্ষে সংস‌দের বি‌শেষ অ‌ধি‌বেশনে রাষ্ট্রপ‌তি ভাষণ দে‌বেন ৯ ন‌ভেম্বর এ‌দিনের অ‌ধি‌বেশন কভার করার জন্য সাংবা‌দিক‌দের সংসদ পাস দেওয়া হ‌বে ত‌বে এজন্য সবার ম‌তো সাংবা‌দিক‌দেরও কোভিড-১৯ নে‌গে‌টিভ সনদ লাগ‌বে তাই সংসদ স‌চিবালয় থে‌কে সাংবা‌দিক‌দের কোভিড-১৯ পরীক্ষার বি‌শেষ উ‌দ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে এ জন্য আগামী ৬ ন‌ভেম্বর জাতীয় সংসদের উ‌দ্যো‌গে সংসদ বি‌টের সাংবা‌দিক‌দের ক‌রোনা টেস্ট করা হ‌বে প্র‌তি গণমাধ্যম থে‌কে একজন ক‌রে সাংবা‌দিক‌কে কোভিড-১৯ টেস্ট করার জন্য সকাল ১০টায় সংস‌দের মি‌ডিয়া সেন্টা‌রে উপ‌স্থিত থাক‌তে হ‌বে

তি‌নি আ‌রও ব‌লেন, ৮ ন‌ভেম্বর কো‌ভিড-১৯ পরীক্ষার রি‌পোর্ট দেওয়া হ‌বে একই‌দিনে নে‌গে‌টিভ রি‌পোর্ট পাওয়া সাংবা‌দিক‌দের ৯ ন‌ভেম্বরের অ‌ধি‌বেশন কভার করার সংসদ পাস দেওয়া হ‌বে