বিনোদন ২৮ জুলাই, ২০১৯ ০৫:০৯

হুয়াওয়ের বদলে যুক্তরাজ্যে ফাইভ-জি চালু করবে ওটু

হুয়াওয়ে বিতর্কের পরে যুক্তরাজ্যের ফাইভ-জি চালুর দায়িত্ব পড়েছে ওটু'র। আগামী অক্টোবরে এই নেটওয়ার্ক চালু করতে পারবে বলে জানিয়েছে ওটু’র মালিক প্রতিষ্ঠান স্পেনের ট্যালিফোনিয়া।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, পরবর্তী প্রজন্মের এই সেবাটি বেলফাস্ট, কার্ডিফ, এডিনবার্গ, লন্ডন ও লিডসে চালু করা হবে। ২০২০ সালের গ্রীষ্মের মধ্যে মোট ৫০টি শহরে ফাইভ-জি সেবা চালু করা হবে।

প্রযুক্তি জগতে ওটুই হলো একমাত্র প্রতিষ্ঠান যারা হুয়াওয়ের যন্ত্রপাতি ব্যবহার ছাড়াই এ ধরনের নেটওয়ার্ক চালু করতে যাচ্ছে। অবশ্য অন্য কিছু নেটওয়ার্ক ব্যবস্থায় তারা আগে থেকেই হুয়াওয়ের যন্ত্রপাতি ব্যবহার করে।

এছাড়া হুয়াওয়ের ফাইভ-জি রেডিও একসেস নেটওয়ার্কও পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছে ওটু। যদিও ফোর-জি নেটওয়ার্কের যন্ত্রপাতি সরবরাহে চীনা প্রতিষ্ঠানটি থেকে শেষ পর্যন্ত প্রযুক্তি সুবিধা নেয়নি ওটু।

এ প্রসঙ্গে ওটু’র প্রধান নির্বাহী মার্ক ইভান্স বলেন, আমরা তিনটি অপারেটরকেই সম্মান করি। তারা সবাই নিজেদের জায়গায় ভালো করছে। কিন্তু আমরা বেছে নিয়েছি বর্তমানে আমাদের পার্টনার এরিকসন ও নকিয়াকে।