জাতীয় ১৪ নভেম্বর, ২০২০ ০৩:৫৯

বিশেষ ভাতা ও বিনোদন ছুটি পাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশে কর্মরত সকল পুলিশ সদস্য বিশেষ ভাতা পেতে যাচ্ছেন এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ বিনোদন ছুটি হিসেবে ১৫ দিনের পাবেন তারা পুলিশের কর্মোদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি বছর ভাতা প্রদান করা হবে

বৃহস্পতিবার (১২নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়েছে

পুলিশ বাহিনীতে কর্মরত সব সদস্যকে বিশেষ ভাতা প্রদানের জন্য বছরে সরকারের ব্যয় বাড়বে প্রায় ৩৫৫ কোটি ৮৬ লাখ টাকা বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরজননিরাপত্তা বিভাগথেকে একটি চিঠি গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থসচিব বরাবর পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে উপসচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, চলতি বছরপুলিশ সপ্তাহ ২০২০উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ বাহিনীর সদস্যদের কর্মোদ্দীপনা বাড়ানোর লক্ষ্যে বছরে এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ বিশেষ ভাতাসহ ১৫ দিনের শ্রান্তি বিনোদন ছুটি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর প্রদত্ত ওই প্রতিশ্রুতির আলোকে পুলিশ অধিদফতরের চিঠির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

চিঠিতে বলা হয়েছে, চাকরির বয়স অনুযায়ী, চাকরির প্রথম দ্বিতীয় বছরে শুধুমাত্র এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ বিশেষ ভাতা পাবেন পুলিশ বাহিনীর সদস্যরা চাকরির তৃতীয় বছর থেকে বিশেষ ভাতাসহ বছরে ১৫ দিনেরশ্রান্তি বিনোদন ছুটি প্রাপ্য হবেন এবং এটা অব্যাহত থাকবে