জাতীয় ৬ অক্টোবর, ২০২২ ১০:৩৪

বিদ্যুতের দাম বড়ানোর ঘোষণা আসছে

নিজস্ব প্রতিবেদক

পাইকারিতে বিদ্যুতের দাম বাড়াবে সরকার। এ বিষয়ে ঘোষণা আসবে খুব শিগগিরই। বুধবার (৫ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) একজন সদস্য এ সরকার।

পাইকারিতে বিদ্যুতের দাম বাড়লেও খুচরাপর্যায়ে বাড়ছে না। বিতরণ কোম্পানি লাভে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যুতের দাম পাইকারিতে (বাল্ক) বাড়াচ্ছে সরকার। এ নিয়ে সব প্রস্তুতি শেষ। খুব শিগগির এ বিষয়ে ঘোষণা আসবে। তবে খুচরাপর্যায়ে এবার বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে না। বিতরণ কোম্পানিগুলো লাভে থাকায় ভোক্তাপর্যায়ে এখনই বাড়ছে না দাম। ফলে পাইকারিতে দাম বাড়লেও খুচরা পর্যায়ে এর প্রভাব পড়বে না।

অক্টোবরের শুরুতেই দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দুর্গাপূজার ছুটির জন্য এ ঘোষণা দেওয়া হয়নি। ৮ অক্টোবরের পর বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা আসতে পারে।

গত ১৮ মে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে গণশুনানি হয়। নিয়ম অনুযায়ী- ৯০ কার্যদিবসের মধ্যে শুনানির রায় ঘোষণা করতে হবে। সেক্ষেত্রে ১৩ অক্টোবরের মধ্যেই বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিতে হবে।

সে হিসেবে হাতে সময় খুব কম বলছেন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল। তিনি জাগো নিউজকে বলেন, ‘আমাদের হাতে সময় খুবই কম (এ সপ্তাহে)। তবে যে কদিন আছে, তার মধ্যেই অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে দাম ঘোষণা করবো।

 

 

আমাদের কাগজ// টিএ