জাতীয় ৬ অক্টোবর, ২০২২ ০৩:১৩

দেশে জঙ্গি হামলার শঙ্কা রয়েছে: র‌্যাব

কমান্ডার খন্দকার আল মঈন

কমান্ডার খন্দকার আল মঈন

নিজস্ব প্রতিবেদক:

‘জঙ্গি হামলা হরে না এমনটা বলা যাচ্ছে না। তাছাড়া আমরা কখনও বলিনি  জঙ্গি হামলা হওয়ার সুযোগ নেই বা হবে না। দেশে জঙ্গি হামলার শঙ্কা উড়িয়ে দেওয়ার মত নয়’। এমনটা মন্তব্য করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাজধানীর কাওরান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এমন তথ্য জানান।

তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে যাওয়া তরুণের চারজনকে আমরা শনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসেছি। তাদেরকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করার সাথে জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে আমরা গ্রেফতার করেছি। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

খন্দকার আল মঈন বলেন, দেশের আইন ও সংবিধান, বিচার ব্যবস্থা, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডের প্রতি তাদের ক্ষোভ জাগিয়ে তোলা হয়েছে। মনস্তাত্ত্বিকভাবে আইসোলেশন করা হয়েছে তাদের। যাদেরকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে বাসা থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে শারীরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের। তারা প্রতিটি ধাপ সম্পন্ন করার পরই পরবর্তী ধাপ সম্পর্কে জানতে পারতো। ধাপে ধাপে উত্তীর্ণ হলে পরবর্তী নির্দেশনা সম্পর্কে তাদেরকে অবহিত করা হতো।

আমাদের কাগজ//জেডআই