জাতীয় ১২ অক্টোবর, ২০২২ ০৭:০৪

৩০ অক্টোবর বসছে সংসদ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক:আগামী ৩০ অক্টোবর শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন। বিকেল সাড়ে ৪টায় সাড়ে শুরু হবে এ অধিবেশন শুরু হবে। বুধবার (১২ অক্টোবর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি।

এর আগে, গত ১ সেপ্টেম্বর সংসদের ১৯তম অধিবেশন শেষ হয়। পাঁচ কার্যদিবসের ওই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৩৭টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তিনি উত্তর দেন ১৫টির। অন্য মন্ত্রীর জন্য ৯৮৬টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে তারা উত্তর দেন ৩৬৯টির। বিল পাস হয় তিনটি।

 

আমাদের কাগজ//টিএ