জাতীয় ২৫ নভেম্বর, ২০২২ ০১:০৭

দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড তেঁতুলিয়ায়

নিজস্ব প্রতিবেদক: দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সারাদেশে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শনিবার সকাল থেকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই।

এ সময় ঢাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। সকাল ৬টায় ঢাকায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। শনিবার ঢাকায় সূর্যোদয় সকাল ৬টা ২০ মিনিটে। সূর্যাস্ত হবে বিকেল ৫:১১ মিনিটে।


আমেদেরকাগজ/এইচএম