জাতীয় ২৬ ডিসেম্বর, ২০২২ ০৩:৪৪

ছুটি শেষে পুরনো রূপে রাজধানী

আমাদের কাগজ রিপোর্টটানা তিন দিন সরকারি ছুটি থাকায় সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার। এদিন সকাল থেকেই অফিসগামী যাত্রী, কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের গণপরিবহনের পেছনে ছুটতে দেখা যায়।

সকাল থেকেই সড়কে ছিল গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের চাপ।

রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালকদের। তারা ছিলেন যাত্রীর অপেক্ষায়। গণপরিবহন, সিএনজিচালিত অটোরিকশায়, ব্যক্তিগত যানবাহনে ও রাইড শেয়ারিং মোটরসাইকেলে করে যে যার মতো ছুটেছেন গন্তব্যে।

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর এয়ারপোর্ট রোড, বনানী, সৈনিক ক্লাব, কাকলী, মহাখালী, নাবিস্ক, তেজগাঁও সাতরাস্তা মোড়, শাহবাগ, কাওরানবাজার, বাংলামোটর ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় যানজট দেখা যায়।

বনানীগামী যাত্রী একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সুখন সরকার বলেন, সকাল থেকে রাস্তায় যানজট। সকালে আমি মিরপুর থেকে বনানীর উদ্দেশ রওনা দিয়েছিলাম আমার পৌঁছাতে সময় লেগেছে প্রায় দেড় ঘণ্টা।

মতিঝিলগামী যাত্রী ফয়সাল আহমেদ বলেন, সোমবার সকাল ৯ টার পর থেকে রাস্তায় অনেক যানজট। এ কারণে ইসিবি মাটিকাটা থেকে সিএনজিচালিত অটোরিকশায় ও রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল যেতে চাইছেন না। বাধ্য হয়ে উঠেছি গণপরিবহনে। এখন ভেঙে-ভেঙে বাসে করে যাচ্ছি মতিঝিল।

বিকল্প পরিবহনের এক কন্ট্রাকটর মো. জলিল বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র দুটি ট্রিপ মেরেছি। রাস্তায় জ্যাম আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় আরও বাড়তে শুরু করেছে যানজট।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক প্রধান) মনিবুর রহমান জানান, রাজধানীতে একেবারে যানজট নিরসন সম্ভব নয়। এর কারণ হলো বিভিন্ন সড়কে সংস্কার কাজ চলে শেষ না হওয়া পর্যন্ত একেবারে যানজট নিরসন হবে না।

তিনি আরও জানান, টানা তিন দিন ছুটির কারণে আজ রাজধানীতে যানবাহনে চাপ রয়েছে। অফিস ছুটির পরে যানজট কিছুটা কমবে। যানজট নিয়ন্ত্রণ ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন।

 

 

 

আমাদের কাগজ/টিআর