জাতীয় ২৭ ডিসেম্বর, ২০২২ ০৮:০১

মেট্রোরেলের প্রথম চালক কে এই মরিয়ম?

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বুধবার উদ্বোধন হচ্ছে দেশের প্রথম মেট্রো রেল। উদ্বোধনী দিনেই মেট্রোরেলের প্রথম যাত্রী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে এদিন মেট্রোরেলের প্রথম চালক হতে যাচ্ছেন মরিয়ম আফিজা। স্বভাবতই উত্তেজিত মরিয়ম দেশের এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পারেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে তুমুল আলোচনা।

প্রথম মেট্রোরেল চালক হওয়া মরিয়ম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করেছেন।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নে জন্ম নেওয়া মরিয়ম বলেন, মেট্রোরেলে চালক হিসেবে নিয়োগ পাওয়ার আগে আমি কোথাও চাকরি করিনি। নিয়োগের পর থেকে কয়েকটি প্রশিক্ষণ করেছেন। আমি এখনও প্রশিক্ষণে আছি।

মরিয়ম বলেন, তিনি এক বছর প্রশিক্ষণ নিয়েছেন। নিজেকে দক্ষ চালক হিসেবে গড়ে তুলতে প্রস্তুত।

জানা গেছে, চট্টগ্রামের হালিশহরে রেলওয়ে ট্রেনিং একাডেমি থেকে দুই মাস প্রশিক্ষণ শেষে ঢাকায় ফিরেছেন মরিয়ম। এরপর আবার চার মাস প্রশিক্ষণ নেন। এছাড়া মেট্রোরেল প্রস্তুতকারক জাপানের মিতসুবিশি-কাওয়াসাকি কোম্পানির বিশেষজ্ঞরা তাদের ট্রেন পরিচালনায় কারিগরি ও ব্যবহারিক প্রশিক্ষণ দিয়েছেন।

ট্রেন চালানোর জন্য কতটা প্রস্তুত জানতে চাইলে মরিয়ম বলেন, 'আমি চালক হিসেবে প্রশিক্ষণের সব ধাপ পার করেছি।'

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক বলেন, মেট্রোরেল উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। এবং মেট্রোরেল চালানোর জন্য নির্ধারিত চালকদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে তারা প্রতিটি ট্রেন দক্ষতার সাথে চালাতে পারে। তিনি উল্লেখ করেন, চালকদের মধ্যে ছয়জন নারী রয়েছেন।

আমাদেরকাগজ/এইচএম