জাতীয় ৩১ জানুয়ারি, ২০২৩ ০৫:৩৬

অসদাচরণ ও বিদেশে পালানোয় চাকরি হারালেন উপ-সচিব শামীম

আমাদের কাগজ রিপোর্ট: অসদাচরণ বিদেশে পালানোর অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন প্রথম সচিব (উপ-সচিব), পাসপোর্ট ভিসা উইং হিসেবে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মো. শামীম হোসেনকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে তথ্য জানা গেছে। ১৬ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অসদাচরণ পালানোর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মো. শামীম হোসেনকে পালানোর তারিখ ২০২০ সালের ২১ সেপ্টেম্বর থেকে চাকরি হতে অপসারণ নামীয় গুরুদণ্ড প্রদান করা হলো।

এর আগে ২০২২ সালের ৩১ মে অসদাচরণ বিদেশে পালানোর অভিযোগে বিভাগীয় মামলায় কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। তিনি নির্ধারিত সময়ের মধ্যে জবাব দাখিল করলেও ব্যক্তিগত শুনানির জন্য আগ্রহ প্রকাশ করেননি। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে তিনি নির্ধারিত সময়ের মধ্যে জবাব দাখিল করেননি।

 

 

 

আমাদের কাগজ/টিআর